শ্বাসের পাণ্ডুলিপি (০৩) - গ্রন্থনা
গ্রন্থনা
পরের জন্মে জাতিস্মর হব
খুঁজবো তোমায় সফেনের শীষে,
কল্লোলের অবারিত ধারায়
শুচিত রব বারংবার।
মৃত্তিকার অবগাহনে পরিণত হব গৌড়ে
ভিজব অকূলে দুকুল ছাপিয়ে।
অবলুপ্ত অনুভূতিগুলো জাবর কেটে
হয়ে যাব মরুভূমির জাহাজ
অন্তরীক্ষ-গহিনের ভাবে,
চড়ব মরীচিকার ফাঁদে ফাঁদে।
অলস কক্ষপথের ঘূর্ণি হব দুজন
ভাসবে অদ্বিতীয় ব্রহ্মাণ্ড
তোমার-আমার দুজনার সুধার মাঝে
চরাচর থাকবে ব্রহ্মরন্ধ্র-মূলে।
ঈর্ষায় পুড়বে লাভা গলবে অবিরত
সৃজন হবে হাজারো বিশ্ব-মহাবিশ্ব
দিক হতে দিগন্ত।
স্মরাব তাঁরে তাঁরই শেখানো
তাঁর মাঝে আসা
তাঁরই মাঝে তাঁরে হারানোর
অসীম এ পিয়াসা ।।
...
© April 2017

Comments
Post a Comment