শ্বাসের পাণ্ডুলিপি (০১) - বিভূতিজায়া

বিভূতিজায়া
            -শুভ কর্মকার


তুমি সপ্তমী অভিশাপ;

মৃত্যুঞ্জয়ের আমৃত্যু বিষ ।

পরশুরামের সম্পাত; ধংস নিনাদ

সফেনের ব্যাভিচারে গড়ে উঠা সুচিষ্মিতা ।


চঞ্চলপথে ভ্রান্তিভিন্ন কিছু যন্ত্রণা; স্মৃতি আমার

সিন্ধুর করালগ্রাসে অব্যাক্ত নিয়তির সমীকরন তুমি,

প্রাণের সঞ্চারনে নিষিদ্ধ কামনা

প্রাণত্যাগে গর্বিত প্রতিজ্ঞাবদ্ধ-

চিরঞ্জীবী অভিমন্যুর নির্লিপ্ততা-

                                      চির অতৃপ্ত বাসনা ।


তুচ্ছ ঘন কাশফুলের নক্ষত্রখচিত ভূষণশোভিত

মালীর পরশের আড়ালে

নিমিষেই চূর্ণ-বিচূর্ণ হবে অধরা;

ঊর্ণাজালে শশীকান্তকেও রাখার-

                                      ক্ষমতা রাখো তুমি ।


ঊষা-প্রদোষের সন্ধিবিন্দুতে ঘুমটেপড়া

ধূলিকণার অস্থিমজ্জায় তুমি প্রাণের স্পন্দন-

দূর্মদশ্রান্ত চেতনাঘিরে জমা বহির্শিশিরাবরণ ।

পূজারীর মধ্যগগন-বিদারিত নিরীহ চাহনি তুমি

বাঁ-হাতে পূজিতেও করবোনা অভিশপ্ত এ তনু-

                                      তোমার সংস্পর্শে ।


তুমি দেবী নও; রাক্ষসী--

রক্ষার নিত্য উৎসুকে

                হয়েছি তোমারি অধীন ।

অবিবেচক হস্তীনেত্রের মতই আমি অলংঘনীয়-সমীচীন ।।

... 
© February, 2014

Comments

Popular posts from this blog

সুরের ভেলার ভেসে চলা - সঙ্গীতের উদ্ভব ও ক্রমবিকাশ(ভারতীয় সঙ্গীত) : শুভ কর্মকার

সে এক কিশোরের গল্প - শুভ কর্মকার

আমার-আপনার বাঙালির রবি নজরুল... - শুভ কর্মকার